ডিভোর্সটা আজ সেরেই ফেললাম।যদিও বুকটা ভিতর থেকে ফেটে যাচ্ছিল।কিন্তু অর্ণবের ভাবলেষহীন চেহারা আমাকে আরও শক্ত করে দিচ্ছিল।অদ্ভুত ব্যাপার হল সে পড়ে আছে আমার ৯ বছর আগে দেওয়া বেগুনি শার্ট টা। আমি না দেখার ভান করে বাইরে আসলাম। আজ সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি। বাইরে বের হতেই শুরু হল ঝমঝম করে। ইংরেজিতে যাকে বলে ক্যাটস এন্ড ডগস..পুরো শাড়ি ভিজে গেল। অনেকক্ষণ দাড়িয়েও কোন রিকশা পেলাম না। নয় বছর আগেও এমন এক বৃষ্টিতে দাঁড়িয়ে ছিলাম।তখন ভার্সিটিতে একদম নতুন, বাসের সামনে দাঁড়িয়েও উঠতে পারছিলামনা,বাসও ছেড়ে দিল কিন্তু হঠাৎ একজন
হাত বাড়িয়ে বলল” আসেন তাড়াতাড়ি উঠে পড়েন,এটা কিন্তু ভার্সিটির লাস্ট বাস”।আমিও উঠে পড়লাম।কিছুদিনের মধ্যেই আমাদের খুবই ভাল বন্ধুত্ব হয়ে গেল। এর মধ্যে হঠাৎ আমার বিয়েও ঠিক হয়ে গেল বাসায় সম্বন্ধ করে।তখনই সে আমাকে প্রোপোজ করে যে আমাকে ছাড়া নাকি সে থাকতে পারবেনা।সে কি পাগলামি! আমার বাবা মা কে কিছুতেই রাজি করাতে পারলাম না।” তোমার বিয়ের কার্ড ছাপানো শেষ, আত্বীয় স্বজন দাওয়াত চলছে আর এখন কি এসব বলার সময়?” বাবার কথায় চোখ দিয়ে পানি পড়তে শুরু করল।কিন্তু অর্নবকে আমি নিজেও কখন যে এত ভালবেসে ফেলেছি জানিনা।
বাবা মার অমতেই আমরা বিয়ে করে ফেলি।ছোট্ট দুই রুমের ফ্ল্যাট এ আমরা সংসার শুরু করি।প্রতিদিন নতুন নতুন জিনিস কিনতাম আমরা সংসার সাজানোর জন্য।আমার শাশুড়ী গ্রাম থেকে বেড়াতে এসে মুগ্ধ “কি সুন্দর করে যে সাজাইছো মা! শান্তি শান্তি লাগে! আর আমার ছেলে তো সারাদিন সব আউলাইয়া ফালায়া রাখত”.. “থেকে যান না মা, একা একাই তো থাকি ভার্সিটি থেকে ফেরার পর আর আপনার ছেলেতো সারাদিন অফিসে”..আমি মুচকি হেসে বললাম।
” নারে মা তোমার শশুড় চলে যাওয়ার পর জমিজমা গুলো তো আমাকেই দেখতে হয়!সময় পেলেই বেড়াতে চলে আসব”
মা চলে যাওয়ার পর আমরা কক্সবাজার বেড়াতে যাই।স্বপ্নের মত ছিল ৪ টা দিন।টাকাপয়সার একটু টানাটানি হলেও সুখের কোন কমতি ছিলনা আমাদের জীবনে।অফিস থেকে এসে আমার জন্য নিজের হাতে চা বানাত আর আমরা একসাথে মিলে গল্প করতাম।এভাবেই স্বপ্নের মতো কাটছিলো আমাদের দিনগুলো।
হঠাৎ…………..
FAT MAN
I feel so sorry after this story. Please share more story like this. Thanks
Bess
Post writing is also a fun, if you be familiar with
after that you can write otherwise it is complicated to write.
Stop by my webpage: Riley
Elmo
Howdy! Someone in my Myspace group shared this website with us
so I came to check it out. I’m definitely enjoying the information. I’m bookmarking and
will be tweeting this to my followers! Superb
blog and brilliant design.
Here is my blog; Alpha Keto Genix
Lakeisha
I am sure this post has touched all the internet users, its
really really fastidious post on building up new web site.
my website; Click Here
Richie
Wonderful work! That is the type of information that should be shared around the internet.
Disgrace on Google for now not positioning this put up higher!
Come on over and discuss with my site . Thanks =)
My web-site: Nolatreve